বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সব সড়কে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে মানুষ জানাজাস্থলে উপস্থিত হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে আসছেন, ফলে ক্রমেই বাড়ছে লোকসমাগম।
সকাল সাড়ে ৯টার পর সরেজমিনে দেখা যায়, হাজার হাজার মানুষ ইতোমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়েছেন। চারদিকের সড়ক ও আশপাশের এলাকাতেও জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
জানাজায় অংশ নিতে আসা এক ব্যক্তি বলেন, ‘নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ছুটে এসেছি। এই মুহূর্তে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আবার আসবেন কি না জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে চলে এসেছি।’
আজ (বুধবার) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এসকে/আরআই