গত কয়েক দিন ধরে সূর্য্যের দেখা মেলেনি। টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এরই মাঝে এ মৌসুমে দেশের সর্ব নিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬ টায় গোপালগঞ্জের তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান দূর্জয় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে। আজ সকাল ৬ টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭%। এ সময় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।
এ দিকে প্রচন্ড শীত ও কুয়াশার কারনে গত ৪ দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। জরুরী প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বেড় হয়নি। সব চেয়ে সমস্যায় পড়তে হয়েছে দিনমজুর বা খেটে খাওয়া মানুষদের।
উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গুয়াখোলা গ্রামের দিনমজুর নারায়ণ দাস বলেন, গত কয়েক দিনের শীত ও কুয়াশার কারনে ঘর থেকে বেড় হতে পারছি না।বোরো আবাদের জমি শুকিয়ে যাচ্ছে।শীতের কারনে জমিতে নামতে পারছি না। এখন শীত না কমলে আমাদের বোরো আবাদে সমস্যায় পড়তে হবে।
এসআর