এইমাত্র
  • গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট
  • জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
  • আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
  • ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

    ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

    ফরিদপুর–১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা নিয়ে থাকা অনিশ্চয়তার অবসান হয়েছে। তথ্য গোপন ও নথিপত্রে গরমিলের অভিযোগে করা আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে নির্বাচনী মাঠ অনেকটাই স্পষ্ট হলো।

    রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন বেঞ্চে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বক্তব্য ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা শেষে কমিশন এই সিদ্ধান্ত দেয়।

    এর আগে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের এনডিএফ মনোনীত প্রার্থী শাহ মো. আবু জাফর। আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, খন্দকার নাসিরের আয়কর সনদ ও হলফনামায় তথ্যগত গরমিল রয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা তাঁকে নিয়মবহির্ভূতভাবে নথিপত্র সংশোধনের সুযোগ দিয়েছেন।

    শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় শাহ জাফরের আপিল খারিজ করে দেয় এবং রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রাখে।

    নির্বাচন কমিশনের এই চূড়ান্ত রায়ের খবর ফরিদপুর–১ আসনের বিভিন্ন এলাকায় পৌঁছালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

    রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আমি শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। সত্যের জয় হয়েছে। নির্বাচন কমিশন সঠিক ও নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে—এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘কোনো ষড়যন্ত্রই আমাকে নির্বাচন থেকে দূরে সরাতে পারেনি। এখন আমার একমাত্র লক্ষ্য এই আসনের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…