স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, "আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করতে। আমাদের সামনে আগামী ১২ তারিখে সাধারণ ভোট এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত আমরা কথা বলতে এসেছি গণভোট নিয়ে। কেন আমাদের গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত করতে হবে, সে বিষয়ে আমরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করব এবং তাঁদের জানাব।"
উপদেষ্টা আরও বলেন, "প্রথমত বাংলাদেশ '৭১-এ একবার স্বাধীন হয়েছিল। সেই সময় পশ্চিমা গোষ্ঠীর বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। কিন্তু সেই বৈষম্যের অবসান তো হয় নাই; বরং দিনে দিনে বেড়েছে। কাজেই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।
এছাড়া মহিলারা অনেক পিছিয়ে আছে। সবক্ষেত্রে যাতে মেয়েদের অংশগ্রহণ বাড়ে, সেজন্য আমাদের সবাইকে একমত হতে হবে। গণভোটে রায় দিয়ে আমরা বৈষম্যহীন আগামীর পক্ষে 'হ্যাঁ' জয়যুক্ত করব।"
আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন 'গণভোট ২০২৬' বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এনআই