এইমাত্র
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি
  • ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
  • গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় ৮ দেশের ওপর শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    রাজধানী

    নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম

    নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম

    নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সামনে এক আপিল আবেদনকারীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন একজন স্বতন্ত্র সংসদ প্রার্থী।

    রোববার (১৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার–নাগরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আবেদনে নির্বাচন কমিশন চত্বরে সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

    আবেদনে বলা হয়, গণমাধ্যমের সুবাদে দেশবাসীর সঙ্গে আমি ও আমার পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন অবগত হয়েছি যে, ১৬ জানুয়ারি আপনার নির্বাচন সচিবালয় সম্মুখে এক আবেদনকারীকে কতিপয় সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে সবার সামনে আদিম যুগের মতো বর্বর কায়দায় কিল-ঘুষি-লাথি-থাপ্পড় মারেন।

    ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের সামনে যদি একজন আবেদনকারী এভাবে হামলার শিকার হন, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা কতটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন, তা সহজেই অনুমেয়। রাজনৈতিক দলের মতো সংগঠিত কর্মী বাহিনী না থাকায় স্বতন্ত্র প্রার্থীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকেন বলেও তিনি উল্লেখ করেন।

    আবেদনে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনী সময়ে কোনো প্রার্থী যদি সন্ত্রাসী হামলার শিকার হন কিংবা প্রাণনাশের মতো ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার কার ওপর বর্তাবে। একই সঙ্গে ১৬ জানুয়ারির ওই ঘটনার পর এখনো দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরা হয়।

    তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ঘটে যাওয়া এ ঘটনা কমিশনের জন্য এক ধরনের পরীক্ষা। এই ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে।

    আবেদনের শেষাংশে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে এবং আসন্ন জাতীয় নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে দৃঢ় অবস্থান দেখাতে হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…