এইমাত্র
  • নিরপেক্ষ নির্বাচন না করতে পারলে সবার জন্য বিপদ আছে: উপদেষ্টা ফাওজুল কবির
  • সিরাজদিখানে বসতঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার
  • শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত
  • সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ খেলবে যে দল
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

    কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

    কিশোরগঞ্জে শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।’

    সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের আখড়াবাজার মোড়ে অস্থায়ি শ্রমিকের হাটে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্ম, রিকসা চালক ও চায়ের দোকানের কর্মচারিদের হাতে কম্বল তুলে দেন দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক চ্যানেল আই এর কিশেরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক ও সারাহারা টিভির জেলা প্রতিনিধি মেহবুব আলম মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ঢাকা জার্ণালের জেলা প্রতিনিধি তারেক রহমান, কার্যকরী পরিষদ সদস্য ও এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবীন, এনপিবি নিউজের জেলা প্রতিনিধি রুবেল হোসাইনসহ প্রমুখ।

    প্রচন্ড শীতে কম্বল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন দরিদ্ররা। রশিদাবাদ থেকে শ্রম বিক্রি করতে আসা আব্দুল মোতালেব বলেন, ‘ ভোর থাইক্যা এইহানে কামের লাইগ্যা বইস্যা থাহি। শীতের শরীর জইম্যা যাইতাসে। বাবারে এই সময়ে কম্বলডা পাওনে খুব উপকার হইসে।

    পৌরষবার আমেনা আক্তার নামে এক নারী পরিচ্ছন্নতা কর্মি কম্বল হাতে পেয়ে বলেন, আশপাশের অনেকেই সরকারি সহযোগিতা পেলেও আমি কোনো সহযোগিতা পাইনি। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম আমাদের কম্বল দিয়েছেন। আমার দুইটি ছেলে মাদ্রাসায় পড়ে, তারা এই কম্বল গায়ে দিয়ে ঘুমাবে তাই খুব ভালো লাগছে।

    রিকশা চালক খাইরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে। রাতে ঘুমাইতে পারি না শীতের জন্য। আমাদের মতো অসহায় মানুষের শীত নিবারণের জন্য তেমন কিছু নেই। ছোট মেয়ের জন্য একটা কম্বল কিনার সামর্থ্য হচ্ছে না। এখন কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে।

    কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এসকে রাসেল বলেন, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র  জনসাধারণের পাশে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ জানান, ‘সংগঠনের সদস্যদের সহযোগিতায় শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের সাধ্যমতো দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…