ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সোমবার (১৯ জানুয়ারি) এই কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
গতকাল রবিবার (১৮ জানুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো হামলাকে যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচনা করা হবে।
ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যা বা অপসারণের চেষ্টা বিবেচনা করছেন—এমন গুঞ্জনের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, 'আমাদের দেশের মহান নেতার ওপর হামলা মানে ইরানি জাতির বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ।'
গত দুই সপ্তাহে ইরানে যে বিক্ষোভ হয়েছে এবং তাতে হাজার হাজার বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন ইরানের প্রেসিডেন্ট।
এইচএ