এইমাত্র
  • টিকে থাকা নয়, স্থিতিশীলতা নিশ্চিত করা এখন প্রধান চ্যালেঞ্জ: জামায়াত আমির
  • সিরিয়ায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ১৫০০ কয়েদি
  • ট্রাম্পের শান্তি উদ্যোগে আমন্ত্রণ পেলেন পুতিন ও তার ঘনিষ্ঠ মিত্র
  • শহীদ আসাদ দিবস আজ
  • বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা চতুর্থ
  • পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ
  • চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ
  • ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
  • প্রার্থিতা ফিরে পেতে হাসনাতের আসনের বিএনপি প্রার্থীর রিট
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ট্রাম্পের শান্তি উদ্যোগে আমন্ত্রণ পেলেন পুতিন ও তার ঘনিষ্ঠ মিত্র

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

    ট্রাম্পের শান্তি উদ্যোগে আমন্ত্রণ পেলেন পুতিন ও তার ঘনিষ্ঠ মিত্র

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

    বিশ্বব্যাপী সংঘাত নিরসন এবং গাজায় শাসন ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার।

    সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য সামনে আসে। এমন সময় এই আমন্ত্রণ জানানো হলো, যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ট্রাম্প এক বছর আগে দায়িত্ব নেয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার দাবি করেছিলেন। তবে বাস্তবে যুদ্ধ এখনো ক্ষয়ক্ষতি ব্যাপক মাত্রায় চলছে এবং শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক সময়ে সেই প্রক্রিয়ার গতি আবার মন্থর হয়ে পড়েছে।

    হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প নিজেই সভাপতিত্ব করবেন এমন ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনও এই বোর্ড অব পিসে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছেন। তিনি জানান, মস্কো এ প্রস্তাবের ‘সব দিক ও সূক্ষ্ম বিষয়’ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে। তবে পুতিন এতে যোগ দিতে আগ্রহী কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

    এদিকে পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও ট্রাম্প এই বোর্ডে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।

    ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার আওতায় গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান কার্যকর করার লক্ষ্যে গঠিত হতে যাওয়া ‘বোর্ড অব পিস’ একটি তিন স্তরবিশিষ্ট শাসন কাঠামো। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলোর প্রতিনিধিরা থাকবেন বলে জানানো হয়েছে।

    তবে বিশেষজ্ঞদের একাংশ এই উদ্যোগের সমালোচনা করেছেন। তাদের মতে, ট্রাম্প নিজে, ইসরায়েলপন্থী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ স্তরে রাখা হলেও ফিলিস্তিনিদের তৃতীয় স্তরে সীমিত পৌর দায়িত্বে আটকে রাখা হচ্ছে। 

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…