এইমাত্র
  • আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • যে কোনো সময় বাসায় ঢুকতে পারবেন ভাড়াটিয়া, আরও যেসব নির্দেশনা
  • দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা
  • ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’
  • কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী নির্বাচন: আপিল বিভাগ
  • নিজস্ব আধিপত্য বাড়াতে প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব
  • গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না: নেতানিয়াহু
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • পিছিয়ে গেল চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায়
  • সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা নিয়ে আসছে বড় সুখবর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

    যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
    ছবি: সংগৃহীত

    জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের পাশে গাছের ডালপালা কর্তনের কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ করা হবে। 

    সম্প্রতি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

    এতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো সিলেটের ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন ফিডারের কিছু এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—এয়ারপোর্ট থানা ও বাইশটিলা ফিডারের লাক্কাতুরা, বড়শালা, পুলিশফাঁড়ি, মঙ্গলীরপাড়, নেছারাবাদ, পাকিস্তান বাড়ী, গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, এয়ারপোর্ট থানা, ন্যাশনাল রোড, সালেহপুর, ইউনুছ মার্কেট, লিটল লন্ডন, বাইশটিলা ও আশেপাশের এলাকা। 

    তবে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

    এদিকে সম্প্রতি আরেক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকাগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

    চট্টগ্রাম নগরীর গাউসিয়া আবাসিক এলাকা, গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেইট, দেলওয়ার কম্পানির বাড়ি, ফকির টিলা, মির্জাপাড়া, মুরাদনগর, হক ফুড গলি, ভাণ্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরী, আমিন জুট মিলস, আমিন টেক্সটাইল, বিবিরহাট কাঁচাবাজার, বশর মার্কেট, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, খ্রিস্টান কবরস্থান, সামারহিল, মৌমিনবাগ, হামজারবাগ, ফুলেশ্বরী আবাসিক, তাহেরাবাদ, আতুরার ডিপু পিয়াজু গলি, রৌফাবাদ সমাজ সেবা হতে ফয়েজ টাওয়ার, সংগীত সিনেমা রোড়, সংগীত আ/এ, জাংগালপাড়া, ওয়েলফুড গলি, সামাদপুর, মীরপাড়া, হাজিপাড়া গার্মেন্টস, সামারহিল, খ্রিষ্টান কবরস্থান, হাটহাজারী রোড, খন্দকিয়া বাজার, খন্দকিয়া ট্যাম্পুস্ট্যান্ড, মাজার গেইট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কুলগাঁও মাজার গেইট হতে সাদ মুছা গার্মেন্টস, নতুন পাড়া, কাঠাঁল বাগান রোড়, তুফানী রোড়, চিকনদন্ডী, পূর্ব কুলগাঁও, কুলগাঁও আবাসিক এলাকা, বালুছড়া, বালুছড়া আবাসিক এলাকা, কাশেম ভবন, কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোল পোল, ভরা পুকুর, হামিদ শরিফ রোড , নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী রোড, বড় বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদ্রাসা, মধ্যম মাদ্রাসা, গ্রিন কলোনি রোড , চিনারপোল , রহমানিয়া সেতু, ব্রাহ্মণহাট এর আশেপাশের এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    সাময়িকভাবে এতে ভোগান্তি হলেও এই কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে আরো স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…