এইমাত্র
  • আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • যে কোনো সময় বাসায় ঢুকতে পারবেন ভাড়াটিয়া, আরও যেসব নির্দেশনা
  • দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা
  • ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’
  • কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী নির্বাচন: আপিল বিভাগ
  • নিজস্ব আধিপত্য বাড়াতে প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব
  • গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না: নেতানিয়াহু
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • পিছিয়ে গেল চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায়
  • সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা নিয়ে আসছে বড় সুখবর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নিজস্ব আধিপত্য বাড়াতে প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

    নিজস্ব আধিপত্য বাড়াতে প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
    ছবি: সংগৃহীত

    সৌদি আরবের শ্রমবাজারে নিজস্ব নাগরিকদের আধিপত্য বাড়াতে মার্কেটিং ও সেলস খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

    সোমবার (১৯ জানুয়ারি) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে যে এখন থেকে এই দুই খাতের প্রতিষ্ঠানগুলোতে অন্তত ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক। দীর্ঘদিনের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসীদের বদলে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কয়েক লাখ প্রবাসী কর্মীর জন্য বড় দুঃসংবাদ। খবর সৌদি গ্যাজেটের। 

    নতুন এই নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে অন্তত তিন জন কর্মী কাজ করেন তাদের মোট জনবলের অর্ধেকের বেশি স্থানীয়দের দিয়ে পূরণ করতে হবে। এর মধ্যে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার ও জনসংযোগ পদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো সরাসরি সৌদিকরণ প্রক্রিয়ার আওতায় আসবে। এ ছাড়া সেলস খাতে বিক্রয় ব্যবস্থাপক থেকে শুরু করে আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞের মতো পদগুলোতেও প্রবাসীদের সুযোগ সংকুচিত করা হচ্ছে। সরকারি এই ঘোষণা আগামী তিন মাস পর থেকেই দেশজুড়ে কার্যকর শুরু হবে।

    মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে, এসব পদে নিযুক্ত সৌদি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন হতে হবে ৫ হাজার ৫০০ রিয়াল। মূলত বেসরকারি খাতের শ্রমবাজারকে স্থানীয়দের কাছে আকর্ষণীয় করে তোলা এবং যোগ্য নাগরিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। 

    এই সিদ্ধান্তের ফলে মার্কেটিং ও সেলস পেশায় নিয়োজিত থাকা বিপুল সংখ্যক প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলো থেকে আসা কর্মীদের ওপর এর প্রভাব হবে ব্যাপক। সৌদিকরণ প্রক্রিয়া জোরালো হওয়ার ফলে আগামীতে আরও অনেক খাত থেকে প্রবাসীদের বিদায় নিতে হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক শ্রম বিশ্লেষকরা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…