চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী ও পটিয়া সীমান্ত এলাকা ভেল্লাপাড়া সেতুতে মো. ফেরদৌস (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভেল্লাপাড়া ব্রীজের উত্তর পূর্বপাশে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেরদৌস কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাছ ধরা ট্রলারের শ্রমিক।
ওসি প্রিটন সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করি। ভিকটিমের বাবার সাথে কথা বলে জানতে পেরেছি, সে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছেন কিন্তু পরিবার সেটা মেনে না নেওয়ায় মান-অভিমানের জেরে সে আত্মহত্যা করেছেন।’
এটাই প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছেন। বর্তমানে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কলেজ মর্গে নেওয়া হয়েছে।
সময়ের কণ্ঠস্বর/এআই