এইমাত্র
  • আ.লীগ কোনো ভিসানীতির পরোয়া করে না: ওবায়দুল কাদের
  • ২০২৪ সালের নির্বাচনে বিজেপি অবাক হয়ে যাবে: রাহুল গান্ধী
  • ভিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে : পিটার হাস
  • বিএনপির সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০
  • সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির নুসরাত
  • অভিনেত্রী তমা মির্জার প্রত্যাশা ভালো খেলবেন রায়হান রাফি
  • অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা 'পায়ের তলায় মাটি নাই'
  • 'খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে, আল্টিমেটাম বিএনপির'
  • গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়ার 'প্রেমে পাগল'
  • জয়া আহসানকে নিয়ে রহস্য, আসল খুনি কে?
  • আজ সোমবার, ৯ আশ্বিন, ১৪৩০ | ২৫ সেপ্টেম্বর, ২০২৩
    খেলা

    হঠাৎ সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্রতিনিধি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:১২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:১২ পিএম

    হঠাৎ সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্রতিনিধি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:১২ পিএম

    বুধবার(৩১ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। তবে হুট করেই কিউই বোর্ডের কর্তারা সিলেটে কেন? এমন প্রশ্নে সরগরম সামাজিক মাধ্যম।

    জানা গেছে, চলতি বছর এশিয়া কাপ শেষে বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। আর ওই সফরকে ঘিরেই সিলেটের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে দেখছেন দেশটির বোর্ড কর্তারা।

    আজ (৩১ মে) বাংলাদেশে আসার পর প্রথমেই সিলেটের হোটেল সুবিধা এবং পরবর্তীতে সেখানকার আন্তর্জাতিক স্টেডিয়াম ঘুরে দেখেন কিউই বোর্ড কর্তারা। এরপর স্টেডিয়ামের ড্রেসিংরুমসহ পাশে থাকা ইনডোর কিংবা আউটার স্টেডিয়ামেও চোখ বুলিয়ে নেন। এই সময় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস উপস্থিত ছিলেন।

    আসন্ন সিরিজ নিয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট তারিখ কিংবা ভেন্যু ঠিক না হলেও, এশিয়া কাপের পরই বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হতে পারে। আর সেরকম হলে, এটি হবে বিশ্বকাপের আগমুহূর্তে দু'দলের শেষ প্রস্তুতি। সিরিজে তিন ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলারও কথা রয়েছে।

    তবে ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপের আগে হলেও, টেস্ট হতে পারে মেগা টুর্নামেন্টটির পরে। ওই সিরিজের কয়েকটি ম্যাচ হতে পারে সিলেটে। সে কারণেই কিউই প্রতিনিধি দল মাঠ পর্যবেক্ষণে নেমেছেন। তবে দেশের অন্য স্টেডিয়ামে এর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের।

    বাংলাদেশের ক্রিকেটাররা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দু'দল। এরপর দ্বিতীয় ভাগে জুলাইতে মাঠে গড়াবে তিন ওয়ানডে এবং দুটি টি-২০ সিরিজ। তবে এর মাঝে ভারতের সঙ্গে রশিদ খানদের সিরিজ না হলে, ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…