ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বেঙ্গাডোবা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় পথচারি পল্লী বিদুৎতের মিটার রিডার মোঃ ফরিদ মিয়া (৩৬) নিহত হয়েছে।
সে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়বর্ধন পাড়া গ্রামের মৃত গোলাম আজম তালুকদারের ছেলে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মাধবপুর উপজেলা সদরে সাব জোনাল অফিসে মিটার রিডার হিসাবে কর্মরত ছিলেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (০৩ জুন) সকাল ৯টার দিকে উল্লেখিত এলাকায় রাস্তার পাশ দিয়ে ফরিদ মিয়া হেটে বেঙ্গাডোবা বাসস্টেশনের দিকে আসছিলেন এসময় একটি দ্রুতগামী নাম্বার বিহীন পিকআপ ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাঈনুল ইসলাম ভূইয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ মাধবপুর সাব জোনাল অফিসের এজিএস সৈয়দ আজহারুল ইসলাম জানান ফরিদ আমাদেও মিটার রিডার হিসাবে কর্মরত ছিলেন। আজ সকাল বেঙ্গাডোবা বাসা থেকে অফিসে আসার পথে পিকআপের চাপায় মারা যায়।