এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বগুড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

    সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

    বগুড়ায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

    সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

    বগুড়ায় শিক্ষক গোলাম রব্বানী, এরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য আলম শেখসহ নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে শনিবার (২৩ সেপ্টেম্বর) শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বেলা সাড়ে ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বানদিঘী এলাকার সচেনতন এলাকাবাসী।

    মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৮/১০ দিন ধরে সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামের 'আশিক সরকার' নামের এক ব্যক্তির হাতের কব্জি কেটে নেয়ার খবর প্রকাশিত হয়েছে।

    উক্ত ঘটনা রাতের আঁধারে কে বা কারা ঘটিয়েছে তা আমাদের সবারই অজানা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আশিক সরকারের ভাই বানদিঘী মন্ডলপাড়ার সর্বপরিচিত দাদন ব্যবসায়ি 'সুদখোর লালন সরকার' সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে গত (৫ সেপ্টেম্বর) বগুড়া সদর থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। মামলায় আসামি করা হয় বানদিঘী এলাকার জনপ্রিয় শিক্ষক গোলাম রব্বানী, এরুলিয়া ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মোঃ আলম, মেম্বারের ছেলে শরিফসহ আরও কয়েকজন নির্দোষ ব্যক্তিকে।

    ভীত্তিহীন এই মিথ্যা মামলায় ইউপি সদস্যসহ ৪জন বর্তমানে জেলহাজতে রয়েছেন। সুদখোর লালন তার অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মামলা করে এলাকার নির্দোষ ও সম্মানিত ব্যক্তিদেরকে হয়রানি করছে। আমরা সচেতন এলাকাবাসী হিসেবে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    সাংবাদিক ভাইদের মাধ্যমে বগুড়া সদর থানা পুলিশকে জানাতে চাই, অবিলম্বে এই মিথ্যা মামলা হতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল নির্দোষ ব্যক্তির নাম ও বানোয়াট ভীত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করছি সুদখোর লালনের একপেশে বানোয়াট কাহিনী প্রচার না করে, উক্ত ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে সত্য খবর প্রকাশ করার জন্য। এই মামলা প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

    মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্যের স্ত্রী মোছাঃ মনিরা বেগম, ইউপি সদস্যের পুত্রবধু মোছাঃ তহমিনা বেগম। শিক্ষক গোলাম রব্বানীর ভাতিজা মোঃ আলফাজ, মোঃ রায়হান, মিরুজুল ইসলাম, আব্দুর রহমানসহ এরুলিয়া ইউনিয়নের শতাধিক সচেতন এলাকাবাসী।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…