শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি তৃতীয় দফায়ও প্রতিবেদন জমা দিতে পারেনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির ওই ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখনো তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ ওঠে রমনা জোনের তৎকালীন এডিসি হারুন-অর-রশিদসহ ১০-১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে। থানা হেফাজতে নিয়ে পিটিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়। পরদিন ডিএমপি সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
দুই দিনের ভেতরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে ব্যর্থ হয়ে পাঁচ দিনের সময় চেয়ে আবেদন করে তদন্ত কমিটি। পরে কমিশনার তাদের আবেদন মঞ্জুর করেন।
গত মঙ্গলবার তাদের প্রতিবেদন দাখিলের শেষ দিন ছিল। কিন্তু কমিটি প্রতিবেদন দাখিল না করে আবার সাত দিন সময় বৃদ্ধির আবেদন করে। কমিশনার তিন দিন সময় বাড়িয়ে দেন। এ হিসাবে গত রোববার প্রতিবেদন দাখিলের শেষ সময় ছিল। কিন্তু রোববারে প্রতিবেদন না দিয়ে নতুন করে তিন দিনের সময় চায় কমিটি। সেই হিসাবে গতকাল বুধবার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।