দিনাজপুরের বিরামপুরে আম্বিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃদ্ধার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) ভোরে পৌরশহরের দেবীপুর দওলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আম্বিয়া বেগম বিরামপুর পৌরশহরের দেবীপুর দওলাপাড়া গ্রামের আব্দুল আজিজ মন্ডলের স্ত্রী।
নিহতের স্বামী আব্দুল আজিজ মন্ডল জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগতেছিল। তাকে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা প্রদান করা হয়। মাঝে মাঝে সুস্থ থাকে আবার মাঝে মানসিক ভাবে অসুস্থ হয়ে পরে। মানসিক অসুস্থার কারণে বিভিন্ন ধরণের অস্বাভিক আচরণ করতেন। গতকাল শনিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতই বারান্দায় ঘুমিয়ে পড়ে। ভোরে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পাই বারান্দার বাশেঁর সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে আছে। আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। আমার স্ত্রীর লাশ মাটিতে নামিয়ে দেখতে পাই তার মৃত্যু হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া মৃত্যুর বিষয় নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হতে পেলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে।