দুই বছর মেয়াদি মেহেরপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তোজাম্মেল আজম সভাপতি ও ডেইলি ম্যাসেঞ্জারের জেলা প্রতিনিধি মাহাবুব চান্দু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, ১১টি পদের বিপরীতে কোনটিতেই কোন প্রতিদ্বন্দীতা না থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- আনোয়ারুল হক কালু ও মাহবুবুল হক মন্টু।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি দি নিউজ টাইমস প্রতিনিধি আবু নাসের চৌধুরি সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আকতারুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক বাসসের জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন, গণযোগাযোগ সম্পাদক দৈনিক জবাবদিহির সিদ্দিকী শাহীন ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক আমাদের অর্থনীতির মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যরা হলেন- ডেইলি স্টারের আঞ্চলিক প্রতিনিধি ড. আমানুর আমান, দৈনিক দিনকালের হারুনুর রশিদ রবি, আমাদের সূর্যোদয় পত্রিকার মুহম্মদ মহসীন ও ভোরের কাগজের মর্তুজা ফারুক রুপক।
এমআর