এইমাত্র
  • আবারও কমলো সোনার দাম
  • আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৭
  • মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • মির্জাপুরের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন মুসল্লিরা
  • ভালুকায় খেটে খাওয়া মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ
  • রাবিতে জীববিজ্ঞানে ‘ট্রান্সলেশনাল’ গবেষণার ওপর সম্মেলন অনুষ্ঠিত
  • 'সংসদ সদস্যরা উপজেলা প্রার্থীর হয়ে প্রচারণা করলে ব্যবস্থা নেওয়া হবে'
  • বেরোবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ইবিতে পরিক্ষা কক্ষে নেই শিক্ষক!
  • চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক
  • আজ শনিবার, ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে বিল থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম

    কিশোরগঞ্জে বিল থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১০:৫৪ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে বোরহান উদ্দিন (২৩) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

    বুধবার (২৭ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে একটি বিল থেকে লাশটি উদ্ধার করে কটিয়াদী মডেল থানার পুলিশ। নিহত বোরহান পূর্ব নাগের গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন দিয়ে প্রবাহিত পুরুষবধিয়া বিল গিয়ে স্পর্শ করেছে বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামে। স্থানীয় কৃষকরা দুপুরে জমিতে গেলে একটি ড্রেনে লাশ পড়ে থাকতে দেখতে পায়৷ খবর পেয়ে এক পর্যায়ে থানার ওসির সহযোগিতায় পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লশের গলায় আঘাতের চিহ্ন ও মাথা মাটিতে পুতা অবস্থায় উদ্ধার করা হয়।

    এলাকাবাসী ও স্বজনরা জানায়, নিহত বোরহান ক'বছর ধরেই তার নানার বাড়ি পাশ্ববর্তী মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে থাকতো৷ মাঝে মধ্যেই তার নিজ বাড়িতে আসাযাওয়া ছিলো।

    তার পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে সর্বশেষ বোরহান উদ্দিনের সাথে কথা হয়। এর পর থেকে যোগাযোগ ছিলো না । বুধবার বিকালে বোরহানের নিজ বাড়ি থেকে অর্ধ কিঃকিঃ দুরত্বে বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

    কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, নিহতের গলায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক সুরত হালে পরিকল্পিত হত্যা বলে ধারনা করা যায়। তবে বিষয়টি অনুসন্ধান করে প্রকৃত রহস্য উৎঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

    অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার সময়ের কন্ঠস্বরকে বলেন, খবর পেয়ে লাশটি পুলিশ উদ্ধার করেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…