এইমাত্র
  • ঝড়বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • শিক্ষক নিয়োগে আসছে বড় ধরনের গণবিজ্ঞপ্তি
  • দেশে এক বছরে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত
  • বিএনপির সমাবেশের ব্যাপারে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি
  • ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
  • জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সিরিজ বাংলাদেশের
  • প্রেসিডেন্ট হিসেবে ৫ম বারের মতো শপথ নিলেন পুতিন
  • হেলিকপ্টার নিয়ে শ্বশুরবাড়িতে এলেন বিদেশি বউ
  • সাকিবকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুশয্যায় তরুণ
  • বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু
  • আজ মঙ্গলবার, ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪
    দেশজুড়ে

    শরীয়তপুরে নদীতে ডুবে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম

    শরীয়তপুরে নদীতে ডুবে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পিএম

    দীর্ঘ সময় ধরে বাক প্রতিবন্ধী রানা ফকিরের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। চারদিকে খোঁজা-খুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা ধারণা করে সে নদীতে গোসল করতে গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে রানা ফকিরের মরদেহ উদ্ধার করেছে।

    শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের চর পালং গ্রামের কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত বাক প্রতিবন্ধী রানা ফকির (২৩) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের জাকির হোসেন ফকিরের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের রানা ফকির শরীয়তপুর পৌরসভার রুপনগর এলাকার সৃজনশীল বিদ্যা পীঠ স্কুলের পাশে দুলাল সরদারের বাড়িতে ভাড়া ফুফুর কাছে থাকতেন। জন্মগত ভাবে রানা বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার বিকেলে রানাকে তার আত্মীয়-স্বজনরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করে না পেয়ে তারা ধারণা করে সে কীর্তিনাশা নদীতে গোসল করতে গেছে। এরপর স্বজনরা বিষয়টি শরীয়তপুর ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চল পালং গ্রামের কীর্তিনাশা নদী থেকে সন্ধ্যা শোয়া ৬ টার দিকে রানা ফকিরকে উদ্ধার করে। পরে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম খান বলেন, খবর পেয়ে মাদারীপুর থেকে ডুবুরি দল এনে রানা ফকির নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

    বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, রানা ফকিরের মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…