এইমাত্র
  • দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার
  • ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্র মাহাদীর
  • একজন আদর্শ স্বামীর গুণাবলী
  • চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ৪৬ শতাংশ মানুষ
  • নতুন রেকর্ড গড়লেন ফারহান
  • বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে
  • পাকিস্তানে ট্রাক খাদে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত
  • নরসিংদীতে পুকুরে মিলল নারীর মরদেহ
  • আর ভিডিও বানাবে না পাকিস্তানি খুদে ভ্লগার সিরাজ
  • কালশীতে পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশা চালকরা
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    ফটিকছড়িতে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ১০:১০ পিএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ১০:১০ পিএম

    ফটিকছড়িতে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ১০:১০ পিএম

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় দাপে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ ই মে অনুষ্ঠিত হবে। এই দিকে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। শুরু হওয়া প্রচারণা চলবে আগামী ১৯ মে পর্যন্ত।

    বৃহস্পতিবার (২ মে) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রাকিব হাসান। নির্বাচনী প্রতীক পাওয়ার পর প্রার্থীরা দাঁপিয়ে বেড়াচ্ছে উপজেলার বাগানবাজার- আব্দুল্লাহপুর,সুয়াবিল- লেলাং, করছেন নির্বাচনী পথ সভা ও গণসংযোগ।

    অফিস উদ্বোধন করছেন বিভিন্ন জায়গায়, তুলে ধরছেন নির্বাচনী ইশতেহার, প্রকাশ করছেন উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা। প্রার্থীদের এমন প্রতিশ্রুতি ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে নেতা কর্মীদের পাশাপাশি উজ্জীবিত ভোটাররাও। এই নির্বাচনে সর্বমোট ৮ জন প্রার্থী ভোটের প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। এদের মধ্যেই চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। তারা হলেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী (মোটরসাইকেল) প্রতিক।

    অপরজন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা মুঃ বখতেয়ার সাঈদ ইরান (আনারস) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন দুজন প্রার্থী। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা (প্রজাপতি) ও আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার নুপুর (ফুটবল)।

    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। উনারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন (বই), ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন (টিউবওয়েল), সৈয়দ জাহেদুল্লাহ কৌরাইশী (তালা), নাজিমুদ্দিন সিদ্দিকী (চশমা)।

    বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে জয়ী হয়ে ফটিকছড়ির ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক ভিন্ন ভিন্ন উন্নয়ন প্রকল্প নিতে চান প্রার্থীরা। এলাকার শিক্ষার পাশাপাশি একটি আধুনিক উপজেলা গঠনে ভূমিকা রাখার কথাও বলেন। এ দিকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশের পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছেন এ নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…