এইমাত্র
  • পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী
  • গোপালগ‌ঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত চার
  • বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে কিশোরীর আত্মহত্যা
  • শরীয়তপুরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ১০
  • ঢাকাসহ ১০ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী
  • ইরানে এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে
  • ১২ সেকেন্ডের তেলেসমাতিতে ৩০০ কোটি টাকা চুরি
  • আবারও বাড়লো স্বর্ণের দাম
  • ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নায়েব আলী
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    যশোরের মণিরামপুর ও কেশবপুরে প্রতিদ্বন্দ্বিতায় ২৭ প্রার্থী

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ১২:১৬ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ১২:১৬ পিএম

    যশোরের মণিরামপুর ও কেশবপুরে প্রতিদ্বন্দ্বিতায় ২৭ প্রার্থী

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ১২:১৬ পিএম

    আগামী ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের মণিরামপুর ও কেশবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ প্রার্থী । এই দুটি উপজেলায় ২৬০টি ভোট কেন্দ্রের ১৬০৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণে ২৬০ জন প্রিজাইডিং অফিসার ও ১৬০৫ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

    এদিকে, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় দুই উপজেলায় ১৮৬৮ পুলিশ ও ৩৬০০ আনসার, ৪০ জন র‌্যাব ও চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০০৪’র আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এই তথ্য নিশ্চিত করেছেন।

    জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কেশবপুর উপজেলায় ভোট কেন্দ্র ৯৫টি। ভোট কক্ষ ৬৭০টি। ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ৯৫ প্রিজাইডিং অফিসার ও ৬৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৯৫৪।

    এ উপজেলায় চেয়ারম্যান পদে- আব্দুল্লাহ নুর আল আহসান (দোয়াত কলম), এসএম মাহবুবুর রহমান (মোটরসাইকেল), কাজী মুজাহীদুর ইসলাম (হেলিকপ্টার), নাসিমা আক্তার সাদেক (শালিক), ইমদাদুল হক (আনারস) ও মফিজুর রহমানকে (ঘোড়া মার্কা), ভাইস চেয়ারম্যান পদে- আব্দুল্লাহ আল মামুন (তালা), পলাশ কুমার মল্লিক (উড়োজাহাজ), আব্দুল লতিফ রানা (মাইক), মনিরুল ইসলাম (টিউবওয়েল) ও সুমন সাহা (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে- মনিরাম খানম (কলস) ও রাবেয়া খাতুন (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    এদিকে, মণিরামপুর উপজেলা নির্বাচনে ১৬৫টি ভোট কেন্দ্রের ৯৩১টি কক্ষে ভোটগ্রহণ হবে। ১৬৫ প্রিজাইডিং অফিসার ও ৯৩১ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫।

    এ উপজেলায় চেয়ারম্যান পদে- ফারুক হোসেন (মোটরসাইকেল), মিকাইল হোসেন (ঘোড়া) ও আমজাদ হোসেন লাবলু (আনারস), ভাইস চেয়ারম্যান পদে- এসএম আব্দুল হক (তালা), মুনজুর আক্তার (চশমা), শরিফুল ইসলাম (টিয়া পাখি) ও সন্দীপ কুমার ঘোষ (টিউবওয়েল), মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে- আমেনা বেগম (হাঁস), কাজী জলি আক্তার (কলস) মাহবুবা ফেরদৌস পাপিয়া (বৈদ্যুতিক পাখা), জেসমিন (প্রজাপতি), মাজেদা খাতুন (পদ্মফুল) ও সুরাইয়া আক্তার (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…