এইমাত্র
  • রুমায় বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত
  • আসছে বাজেটে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে খরচ আরও বাড়বে
  • লাঠি হাতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
  • 'জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ'
  • মধ্যরাত থেকে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা
  • গোপালগ‌ঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত চার
  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
  • ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
  • ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় প্রথম ভারতীয় হিসেবে নাম লেখালেন দীপিকা
  • জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ পেলেন ৭ উদ্যোক্তা
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    ঝড়ের কবল থেকে সহস্রাধিক পাখিকে আশ্রয় দিলেন ইউপি চেয়ারম্যান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৪, ০১:২৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৪, ০১:২৪ পিএম

    ঝড়ের কবল থেকে সহস্রাধিক পাখিকে আশ্রয় দিলেন ইউপি চেয়ারম্যান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৪, ০১:২৪ পিএম

    কালবৈশাখী ঝড়ের কবলে সহস্রাধিক চড়ুই পাখি গাছতলা থেকে পড়ে যেতে দেখে ইউনিয়ন পরিষদে নিজ কক্ষে এনে সেবা-আশ্রয় দিলেন কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের অ্যাডভোকট চেয়ারম্যান শরীফ কামাল। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    রবিবার (৫ মে) সন্ধ্যায় মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে এমন চিত্র দেখা গেছে।

    জানা গেছে, রবিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে বসবাস করা হাজারো চড়ুই পাখি পড়ে যেতে দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল গাছ থেকে পড়ে যাওয়া পাখির জন্য নিচে চট বিছিয়ে দেন। পরে পড়ে যাওয়া পাখিগুলো বালতিতে করে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে নিয়ে আসেন। সেখানে তিনি কিছু পাখির সেবা-শুশ্রুষাও করেন।

    স্থানীয় এলাকার বাসিন্দা সোহেল জানান, সন্ধ্যার পরে মিঠামইনে অনেক ঝড় হয়েছে। ঝড়ে ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে থাকা চড়ুই পাখিগুলো নিচে পড়ে যেতে থাকে। চেয়ারম্যান বিষয়টি দেখে পাখিগুলোকে তুলে পরিষদের নিজ কক্ষে এনে আশ্রয় দেন। এমন ভিডিও আমার মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

    মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামাল বলেন, কালবৈশাখী ঝড়ের সময় গাছ থেকে চড়ুই পাখিগুলো পড়ে যেতে দেখে গাছের নিচে চট বিছিয়ে দিই। যে পাখিগুলো গাছ থেকে পড়ে গেছে তা তুলে এনে পরিষদের আমার বসার কক্ষে আশ্রয় দিয়েছি। কম করে হলেও পাখির সংখ্যা হাজারের মতো হবে। ঝড় কমলে ধীরে ধীরে পাখিগুলোকে উড়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…