এইমাত্র
  • পাওয়া গেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার, তবে....
  • রাইসির বেঁচে থাকা নিয়ে সর্বশেষ যা জানা গেল
  • খোঁজ মিলছে না ইরানের প্রেসিডেন্টের
  • ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’
  • দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার
  • ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্র মাহাদীর
  • একজন আদর্শ স্বামীর গুণাবলী
  • চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ৪৬ শতাংশ মানুষ
  • নতুন রেকর্ড গড়লেন ফারহান
  • বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে
  • আজ সোমবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪
    দেশজুড়ে

    বগুড়ায় বালুবাহী ট্রাক্টরের চাপায় শিশু নিহত

    সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি প্রকাশ: ৮ মে ২০২৪, ১০:০৪ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি প্রকাশ: ৮ মে ২০২৪, ১০:০৪ পিএম

    বগুড়ায় বালুবাহী ট্রাক্টরের চাপায় শিশু নিহত

    সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি প্রকাশ: ৮ মে ২০২৪, ১০:০৪ পিএম

    বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদী থেকে বালুবাহী দুই ট্রাক্টরের চাপায় আহসান হাবিব (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

    মঙ্গলবার (৭ মে) দুপুর ২টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের আকাটিয়া ইছামতি নদীর তীরে গুচ্ছ গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মুনজু সরকারের ছেলে। সে ধুনট আল-কোরআন একাডেমির ১ম শ্রেণীর শিক্ষার্থী।

    এদিকে শিশু নিহতের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বালু উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর মেশিন (খননযন্ত্র) পুড়িয়ে দিয়েছে। পরে ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ আগুনে পোড়া যানবাহনগুলো জব্দ করেছে।

    স্থানীয়রা জানান, নাব্যতা ফেরাতে ইছামতি নদী খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। খননকালে নদীর তলদেশ থেকে উত্তোলন করা বালু মাটি নদীর তীরে সংরক্ষণ করা হয়। সেই মাটি কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আড়কাটিয়া গ্রামের বেলাল হোসেন ও সুলতানহাটা গ্রামের বাসিন্দা রায়হান আলী অবৈধভাবে বিক্রি করে আসছেন। এস্কেভেটর মেশিন দিয়ে নদীর পাড় থেকে বালু মাটি তুলে ট্রাক্টরযোগে সেখান থেকে বিভিন্নস্থানে বিক্রি করা হয়।

    মঙ্গলবার দুপুরে নদীর পাড় থেকে বালু মাটি পরিবহনের সময় সড়কের ওপর দুই ট্রাক্টরের চাপায় শিশু আহসান হাবিব নিহত হয়। এতে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন চারটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর মেশিন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার পর দুই বালু ব্যাবসায়ী পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ট্রাক্টরচাপায় শিশু নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আগুনে পোড়া পরিবহনগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…