কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি রুখে সেবার মান বাড়াতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষার্থীরা।
রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীরা। এসময় রোগীদের খাবার, ঔষধ, প্যাথলজি, আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবা, যন্ত্রপাতিসহ বিভিন্ন বিভাগে তদারকি করে তারা।
শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম জানান,সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম অসংগতি সবার জানা। এখন সময় এসেছে সেগুলো ঠিক করার। তাই আমরা এসেছি হাসপাতালে, দেখেছি হাসপাতালের অবস্থা।’
শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করতে এসেছি জেলার সবচেয়ে বড় হাসপাতালে কেমন সেবা দেয়া হচ্ছে। এসে আমরা নানা অসংগতি দেখতে পেয়েছি। সেগুলো নিয়ে কতৃপক্ষের সাথে কথা বলেছি।
এআই