এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    '১৮ দিন ধরে আমার ছেলে কোথায় আছে, কেমন আছে জানি না'

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

    '১৮ দিন ধরে আমার ছেলে কোথায় আছে, কেমন আছে জানি না'

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম

    মাদারীপুরে বাদল সরদার নামে ১৯ বছর বয়সী নিখোঁজ ছেলে সন্তানকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন এক হতদরিদ্র বাবা-মা।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরে এক সাংবাদিক অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। ভুক্তভোগীরা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সস্থাল এলাকার বাসিন্দা।

    তারা বলেন, জীবিকার তাগিদে গত ১৫ই ডিসেম্বর বাদল সরদার ঢাকায় গিয়ে রাজমিস্ত্রির জোগালি হিসেবে তিন মাস কাজ করে। পরবর্তীতে সেখানে কাজ না থাকায় তার পূর্ব পরিচিত একজনের সঙ্গে গাজীপুরের এক ইটভাটায় কাজে যায় এবং প্রায় এক মাস ধরে সেই ইটভাটার কাজ করতে থাকে। সর্বশেষ আমাদের সঙ্গে গত ৩ ফেব্রুয়ারি ফোনে কথা হয়, এরপর থেকে বাদলের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

    আমরা আমাদের বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খুঁজে না পেয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, কী অবস্থায় আছে আমরা এখন জানি না, আজ ১৮ দিন ধরে আমাদের ঘুম নাই খাওয়া নাই। আমাদের ছেলেকে ফিরিয়ে পাওয়ার জন্য আমরা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি।

    মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, বাদল সরদারের সর্বশেষ লোকেশন ছিল গাজীপুরে, সেখান থেকেই সে হারিয়েছে। তাই সাধারণ ডায়েরি অথবা অভিযোগ দিতে হলে সেই থানায় করতে হবে। তবে আমাদের কাছে আইনি সহায়তা অথবা পরামর্শ চাইলে আমরা সেটা দেব।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…