এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালিহাতীতে তিন গ্রামের সংঘর্ষের ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ১১:৪৭ এএম
    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ১১:৪৭ এএম

    কালিহাতীতে তিন গ্রামের সংঘর্ষের ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন

    রাইসুল ইসলাম লিটন, স্টাফ করেসপন্ডেন্ট (টাঙ্গাইল) প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ১১:৪৭ এএম

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মুলিয়া, সহদেবপুর ও সাকরাইল গ্রামের সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

    কালিহাতী উপজেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার (০৪ মার্চ) বিকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক বলেন, তিন গ্রামের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন। সেই সাথে উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

    সংবাদ সম্মেলনে ভিপি রফিক আরও বলেন, "বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জনগণের অধিকার রক্ষায় দলীয়ভাবে সকল কার্যক্রম অব্যাহত রাখবো।"

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুল তৌহিদ,

    উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন ও ইদ্রিস আলী, পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ মেম্বার ও যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস প্রমূখ।

    উল্লেখ্য, গত শুক্রবার বাংড়া ইউনিয়নের পীরসাব বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া ও সাকরাইল গ্রামের লোকজনদের মাঝে কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে একটি সালিশী বৈঠকের আয়োজন করা হয়। সালিশী বৈঠকের এক পর্যায়ে মুলিয়া, সহদেবপুর ও সাকরাইল গ্রামের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ১৫/২০ জন আহত হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…