এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শরীয়তপুরে কৃষকের ১০ একর জমি দখল করে যুবদল নেতার মাছের ঘের

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম

    শরীয়তপুরে কৃষকের ১০ একর জমি দখল করে যুবদল নেতার মাছের ঘের

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০২:১৭ পিএম

    শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও এলাকায় স্থানীয় যুবদল নেতা রোকন সরদার ও তার অনুসারীদের বিরুদ্ধে ১০ একর কৃষিজমি জোরপূর্বক দখল করে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে। জমির মালিকরা রাজি না হওয়ায় অন্তত ৩ একর জমিতে বিষ প্রয়োগ করে ধানগাছ নষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

    স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ধানসহ বিভিন্ন রবি ফসল উৎপাদন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ওই জমি দখলে নিতে এক্সকাভেটর দিয়ে চারপাশ খনন শুরু করেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদার ও তার লোকজন। বাধা দিলে কৃষকদের জমিতে রাতের আঁধারে বিষ প্রয়োগ করা হয়, যা ফসল পুড়ে নষ্ট হয়ে যায়।

    এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং লিখিত অভিযোগ দেন।

    ভুক্তভোগী কৃষক শফিক শেখ বলেন, আমার জমিতে ধান রোপণ করেছি। কিন্তু জোর করে মাছের ঘের করতে গিয়ে আমার ফসল ধ্বংস করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।

    ফজল খা বলেন, কিস্তি নিয়ে ধান লাগিয়েছি, সারা বছর এই জমির ফসলের ওপর নির্ভর করি। এখন সব শেষ।

    ইয়ারুন বেগম নামে এক নারী বলেন, আমাদের ধান বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। প্রশাসনের কাছে গিয়েও কোনো বিচার পাইনি।

    জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, অভিযোগটি গুরুতর। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযুক্ত রোকন সরদারকে তার বাড়িতে পাওয়া না গেলেও তার বোন শামসুন্নাহার দাবি করেন, আমার ভাই শুধু প্রজেক্টের মাটি কাটার কাজ করেছে, বিষ প্রয়োগের সঙ্গে সে জড়িত নয়।

    ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফসলি জমির চারপাশ খনন করা হয়েছে এবং বিষক্রিয়ায় ধানগাছ নষ্ট হয়ে গেছে।

    ভুক্তভোগী কৃষকদের দাবি দ্রুত জমি উদ্ধারের পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…