এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রাউজানে অস্ত্রসহ দুই যুবদল কর্মী গ্রেপ্তার

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

    রাউজানে অস্ত্রসহ দুই যুবদল কর্মী গ্রেপ্তার

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

    চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিবউল্লাহপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে আরাফাত মামুন (৪৮) ও বিপ্লব বড়ুয়া (৩৫) নামে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাউজান থানা পুলিশ।

    গ্রেপ্তারকৃত দুজনই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা। আরাফাত মামুন এলাকায় নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দেন এবং গোলাম আকবর খোন্দকারের ছবি দিয়ে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ ও পোস্টার ছাপিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন।

    তবে দলীয় সূত্র জানিয়েছে, যুবদলের কোনো সাংগঠনিক পদ-পদবি নেই তাদের। অন্যদিকে, বিপ্লব বড়ুয়াও যুবদলের রাজনীতিতে সক্রিয় এবং মামুনের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

    পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আরাফাত মামুনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, প্রতিপক্ষের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। তাকে ধরতে এর আগেও যৌথ বাহিনী একাধিকবার অভিযান চালিয়েছে।

    এছাড়া, গত ২৪ জানুয়ারি নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়ায় জুমার নামাজ পড়তে যাওয়ার পথে শুঁটকি ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় মামুনের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    গ্রেপ্তার অভিযানে দুইজনের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের ঘটনায় পৃথকভাবে মামলাও করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

    বুধবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সময়ের কণ্ঠস্বর-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, "গ্রেপ্তারকৃতরা আমাদের হেফাজতে আছে, তাদের নিয়ে অভিযান চলছে। তাদের কাছ থেকে একটি বিদেশি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হবে।"

    এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অস্ত্র ও সহিংসতামূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…