এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    সিন্ডিকেটের কারণে যোগ্য শিল্পী ভালো কাজ করতে পারেননি: মৌসুমী হামিদ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম

    সিন্ডিকেটের কারণে যোগ্য শিল্পী ভালো কাজ করতে পারেননি: মৌসুমী হামিদ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম

    শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও তার সুনাম রয়েছে। একাধিক ধারাবাহিক নাটকের পাশাপাশি ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয় ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে সময়ের কণ্ঠস্বরের মুখোমুখি হন তিনি।

    অভিনয়ের ব্যস্ততা কেমন যাচ্ছে?

    এখন ঈদের নাটকের কাজ করছি। 'দারোগা বউ', 'সর্বপ্যাথী ডাক্তার' সহ কয়েকটি নাটকের শুটিং করেছি। এ ছাড়া সকাল আহমেদের 'বিশ্বাস বনাম দায়ভার' ও ফরিদুল হাসানের 'জামাই বাজার' ধারাবাহিকে অভিনয় করছি।

    অনেকের অভিযোগ ধারাবাহিক দর্শক টানতে পারছে না...

    এই অভিযোগ ঠিক নয়। দর্শক দেখছেন বলেই বিভিন্ন চ্যানেলে নিয়মিত ধারাবাহিক প্রচার হচ্ছে। এই নাটকগুলো যখন ইউটিউবে যাচ্ছে সেখানেও দর্শকদের সাড়া মিলছে। ধারাবাহিকের চাহিদা আগেও ছিল এখনও আছে। তবে গল্প ভালো হতে হবে। কারণ দর্শক ভালো গল্প পছন্দ করেন।


    আপনার মতে কোন ধরনের গল্প দর্শকের পছন্দ?

    সবার রুচি এক রকম নয়। একেক শ্রেণির একেক রকম গল্প পছন্দ। কারও পছন্দ রোমান্টিক, কেউ কমেডি নাটক দেখতে ভালোবাসে আবার অনেকের সিরিয়াস গল্পের প্রতি আগ্রহ বেশি। চিত্রনাট্য সুন্দর হলে সব ধরনের গল্পই দর্শক উপভোগ করেন।


    নাটকে চিত্রনাট্যের সংকট মনে করছেন কি?

    মানসম্পন্ন চিত্রনাট্যের অভাব থাকলেও সমস্যা হচ্ছে গতানুগতিক একঘেয়েমি ধারার প্রবণতা। শহরের গল্পে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নায়ক-নায়িকার কোনো রোমান্টিক গল্প হিট হলে অন্যরা হুমড়ি খেয়ে পড়েন এমন নাটক নির্মাণে। লাগাতার এমন নাটকই প্রচার হতে থাকে। এমন জোয়ারে একটি কমেডি, থ্রিলার, সিরিয়াস কিংবা ভিন্ন প্রেমের গল্পের নাটক যে এর চেয়েও ভালো সাড়া ফেলতে হতে পারে সেটি ভাবনায় আসে না। ভাবনায় এলেও ঝুঁকি নিতে চান না নির্মাতারা। কেমন যেন একতরফা গল্পে কাজ করার অভ্যাস গড়ে উঠেছে। নাটকে ব্যতিক্রম কিছু হচ্ছে না।


    এ জন্য কি কাজ কমিয়ে দিয়েছেন?

    তা নয়। সত্যি বলতে আগের মতো কাজের প্রস্তাব আসছে না। অভিনয়ে ১৪ বছর। ক্যারিয়ারে নিজের কিছুটা অবস্থান তৈরি হয়েছে। একটু সিনিয়র হয়ে গেছি। চরিত্রের হিসাব-নিকাশের একটা বিষয় থাকে। এ ছাড়া বাজেটের কারণে আমাদের মতো অভিনেত্রীদের বাদ রেখে নতুন শিল্পী নিয়ে কাজ করছেন নির্মাতারা।

    নাটকে সিন্ডিকেটের বিষয়টি কীভাবে দেখেন?

    সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এমন প্রচুর দেখেছি সিন্ডিকেটের কারণে অনেক যোগ্য শিল্পী ভালো ভালো কাজ করতে পারেননি। তবে কাজ করতে করতে কেমন যেন সিন্ডিকেটে জড়িয়ে পড়া হয়। আমি নিজেও এর কবলে পড়েছি। অনেকের সঙ্গে কাজ করা হলেও আ খ ম হাসান, চঞ্চল চৌধুরী, রওনক হাসানের সঙ্গেই আমার বেশি কাজ হয়েছে। সবশেষ দুটি কাজ করেছি আ খ ম হাসানের সঙ্গে।


    ওটিটিতে নিয়মিত হচ্ছেন না কেন?

    ওটিটিতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। দর্শকদের কাছে এই মাধ্যমটি বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। অনেক বড় বড় অভিনয়শিল্পীরা এই প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন। ওটিটিতে আমার খুব বেশি কাজ করা হয়নি। সবশেষ অভিনয় করেছি হইচইয়ের কনটেন্টে। এরপর ভালো প্রস্তাব না আসায় এই মাধ্যমে দেখা যাচ্ছে না। পছন্দমতো প্রস্তাব পেলে অবশ্যই ওটিটিতে অভিনয় করব।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…