এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল! অফিসে আইনি নোটিশ

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম

    আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল! অফিসে আইনি নোটিশ

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম

    ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে রাজবাড়ীর পাংশা উপজেলার রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গন্তিও পার হতে পারেননি। কিন্তু সাংবাদিক হওয়ার ইচ্ছে জাগে তার। যেকোনো উপায়ে অখ্যাত এক অনলাইন নিউজ পোর্টালের নিয়োগপত্র ও পরিচয়পত্র যোগাড় করেন তিনি। তার পদ দেওয়া হয় 'বিশেষ প্রতিনিধি'। তবে এ পদ পেয়ে এখন লাভের পরিবর্তে বিপাকে পড়েছেন রেজাউল। সাংবাদিকতা করবেন না জানিয়ে ওই অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে পাঠিয়েছেন আইনি নোটিশ।

    গত মঙ্গলবার ৪ মার্চ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবি মোঃ নাজমুল হক লিটনের মাধ্যমে দৈনিক দেশ বুলেটিন নামক ওই অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভ্যান চালক রেজাউল।

    রেজাউল ইসলাম পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের কাসেম মন্ডলের ছেলে।

    আইনি নোটিশে আইনজীবি উল্লেখ্য করেন, আমার মক্কেল একজন গরীব ভ্যান রিক্সা চালক। বিগত ২৪/০২/২৫ইং তরিখে সহজ সরল মনে না বুঝে একটি সাংবাদিক নিয়োগ ফরমে নাম লিখে দেয়। এর পরিপেক্ষিতে দৈনিক দেশ বুলেটিন থেকে একটি নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করেন। আমার মক্কেলের সাংবাদিক হবার মতো কোন অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা নাই। উক্ত কারণে আপনাকে জানানো যাইতেছে যে, আমার মক্কেল উক্ত দৈনিক দেশ বুলেটিন নামক পত্রিকার সাংবাদিক হতে ইচ্ছুক না।

    জানা গেছে, দৈনিক দেশ বুলেটিন নামক অনলাইন নিউজ পোর্টাল গত ২৪ শে ফেব্রুয়ারি ভ্যান চালক রেজাউল ইসলামকে বিশেষ প্রতিনিধি(রাজবাড়ী) পদবী দিয়ে একটি নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করে। নিয়োগপত্রে বলা হয়, 'আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে বিশেষ প্রতিনিধি রাজবাড়ী এর সংবাদ পাঠানোর অনুমতি দেওয়া হলো। আপনার নিউজ লেখার মান, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিষয়ে দক্ষতা, সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতা পর্যবেক্ষন করা হবে। ২৪শে ফেব্রুয়ারী ২০২৫ হতে আপনি বিশেষ প্রতিনিধি রাজবাড়ী এর চলতি ঘটনাবলিসহ অন্য যে কোন ধরণের নিউজ পাঠাতে পারবেন।' ওই নিয়োগপত্র ও পরিচয়পত্রের ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে নিজেই নিজেকে অভিনন্দন জানান রেজাউল। বিষয়টি নিয়ে ফেসবুকে শুরু হয় সমালোচনার ঝড় মুহুর্তে এই ভাইরাল হয়ে যায় পোস্টটি।

    ভ্যান চালক হঠাৎ করে কিভাবে সাংবাদিক হয়ে গেল। এমন মন্তব্যও করেন অনেকে। এরপর বিভিন্ন স্থান থেকে ফোন আসতে শুরু করে রেজাউলের কাছে। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন রেজাউল। পরে তিনি সাংবাদিকতা করবেন না বলে আইনি নোটিশ পাঠায় দেশ বুলেটি ন অনলাইন কর্তৃপক্ষ বরাবর। এবং সাংবাদিক হওয়ার সাধ মিটে গেছে বলে জানা তিনি।

    বিষয়টি নিয়ে কথা বলতে দেশ বুলেটিনের ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে একাধিকবার ফোন দেওয়ার পরেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…