এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে কৃষকের দুই চোখ তুলে ফেলল দুর্বৃত্তরা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৬:১৩ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৬:১৩ এএম

    যশোরে কৃষকের দুই চোখ তুলে ফেলল দুর্বৃত্তরা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৬:১৩ এএম

    যশোর শহরতলী বকচরে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের দুই চোখ তুলে ফেলার অভিযোগ উঠেছে।


    জানা যায়, গরুতে ধান খাওয়ায় প্রতিবাদ করা নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে তার চোখ দুটি তুলে ফেলা হয়। আহত শহিদুল বকচর গোরস্থান এলাকায় ইদ্রিস আলীর ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় রেফার্ড করেছেন।

    আহতের স্ত্রী হেনা বেগম জানান, বকচর মাঠে তার স্বামী শহিদুল ইসলাম এক বিঘা জমিতে ধান রোপণ করেছেন। ধানের চারপাশ নেটের জাল দিয়ে ঘিরে দেয়া। কয়েকদিন আগে বকচর এলাকার তৌহিদের গরু নেটের জাল ছিড়ে ধান খেয়ে ফেলে। এই ঘটনার প্রতিবাদ করলে তৌহিদের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়।

    হেনা বেগম আরও জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে আল-আমিনের দোকানের পাশে তার স্বামী শহিদুল ইসলামকে একা পেয়ে তৌহিদের ভাড়াটিয়া সন্ত্রাসী সাদ্দাম কয়েকজন হামলা চালিয়ে মারধর করার পর দুই চোখ তুলে দেয়। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিব আল হাসান জানান, ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে শহিদুল ইসলামের দুই চোখ তুলে ফেলা হয়েছে।

    এদিকে তাকে ভর্তির পর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার্ড করেছেন। আহত শহিদুলের অবস্থা আশঙ্কাজনক।

    যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে শহিদুল ইসলাম নামে এক কৃষকের দুই চোখ তুলে দেয়া হয়েছে। ঘটনার সংবাদ শুনে তিনি ভিকটিমকে দেখতে যশোর জেনারেল হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসক শহিদুলকে ঢাকায় রেফার্ড করেছেন। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…