এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

    নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

    নড়াইল সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ বিএনপির তিন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে একজনকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    শুক্রবার (৭মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

    আহতরা হলেন- শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্যা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে থাকা অবস্থায় তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বোমা হামলার ঘটনায় আহত হন স্থানীয় বিএনপির তিন নেতাকর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটো গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। এবং অপর দুজনকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আনিসুর রহমান বলেন, ‘রাতে তিনজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করার জন্য পুলিশসহ আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…