এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম

    অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চারটিটি ইটভাটায় অভিযান চালিয়ে জেল-চরিমানাসহ গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় সততা ব্রিকসের মালিক মো. হানিফকে ১ লাখ টাকা,পিভিসি ব্রিকসের মালিক মো. মনির হোসেনকে ১ লাখ ও এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    শনিবার (৮র্মাচ) সকালে থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।

    এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

    এদিকে সততা ব্রিকসের মালিক মো. হানিফ জরিমানার ১ লাখ টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে পারেনি মো. হানিফ। এ কারণে ভ্রাম্যমাণ আদালত ওই টাকা পরিশোধের জন্য তাকে সন্ধ্যা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাদন্ড দন্ডিত হওয়ার আদেশ দেন ভ্রাম্যমান আদালত।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, উল্লেখিত চারটি ইটভাটার কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই। এ কারণে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,‘বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জরিমানার টাকা পরিশোধ করতে পারেননি হানিফ। এ কারণে থানা হেফাজতে আছেন।’

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…