এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রাউজানে প্রকল্প কর্মকর্তার ওপর হামলা, অভিযুক্ত কালা শহীদ গ্রেপ্তার

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:১২ পিএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:১২ পিএম

    রাউজানে প্রকল্প কর্মকর্তার ওপর হামলা, অভিযুক্ত কালা শহীদ গ্রেপ্তার

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:১২ পিএম

    চট্টগ্রামের রাউজানে সরকারি দপ্তরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শহীদ ইসলাম ওরফে কালা শহীদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রাউজান উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দীকার ওপর সশস্ত্র হামলার অভিযোগে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এরপর বুধবার (১২ মার্চ) তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বর কে জানান, অভিযুক্ত শহীদ ইসলাম রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে। পুলিশি তদন্তে উঠে এসেছে, পূর্বশত্রুতার জেরে এবং সরকারি কর্মকর্তার ওপর ব্যক্তিগত আক্রোশ থেকেই এ হামলার ঘটনা ঘটানো হয়।

    সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে ঢুকে শহীদ ইসলাম আচমকাই তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। শুধু তাই নয়, অফিসের আসবাবপত্র ভাঙচুর চালিয়ে অফিসে আতঙ্ক সৃষ্টি করে।

    আহত প্রকল্প কর্মকর্তা আয়েশা সিদ্দীকা ঘটনার পরপরই থানায় একটি এজাহার দাখিল করেন। এরপর দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে শহীদ ইসলামকে রাউজান পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে।

    আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অপরাধ দমন করতে দ্রুত বিচার আইনে মামলা পরিচালনা করা হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে। সরকারি দপ্তরে হামলা, সরকারি কর্মকর্তাকে হুমকি প্রদান ও শারীরিক আঘাতের চেষ্টা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। দণ্ডবিধির ৩৫৩ ও ৫০৬ ধারার আওতায় এ ধরনের অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

    সম্প্রতি চট্টগ্রামের রাউজানে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে প্রভাবশালী ও দুষ্কৃতকারীদের দৌরাত্ম্যে সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময় হুমকির মুখে পড়ছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…