এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সালিশি বৈঠকে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

    সালিশি বৈঠকে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

    চট্টগ্রামের কর্ণফুলীতে সালিশি বৈঠকে মোঃ সোহানুর রহমান রোকন (২৫) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

    শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চরলক্ষ্যা (২নম্বর ওয়ার্ড) চৌ-রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহানুর রহমান রোকন ওই এলাকার বর্তমান ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বারের ছেলে। রোকন উপজেলা ছাত্রদলের রাজনীতি করত বলে জানা যায়। আহত রোকন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    আহত রোকনের পিতা ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, শুক্রবার তারাবি নামাজের পরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিশি বৈঠক হয়। সেখানে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম। বৈঠকের শেষের দিকে স্থানীয় মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক ভাড়াটিয়ারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য মাথায় ছুরিকাহত করে। আমার ছেলের মাথায় এখন পর্যন্ত ১৩টি সেলাই হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ইউপি সদস্য আহত রোকনের পিতা নুর মোহাম্মদ মেম্বার।

    এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, রোকন উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় সদস্য। তার উপর পরিকল্পিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। সে ছাত্রদলের রাজনীতি করত বলে এর আগেও তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়েছে। আমরা জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

    এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…