এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বাউফলে পেরেক অপসারণ কর্মসূচীর নামে ফটোসেশন

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম

    বাউফলে পেরেক অপসারণ কর্মসূচীর নামে ফটোসেশন

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় পেরেক অপসারণ কর্মসূচীর নামে ফটোসেশনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে গাছ সুরক্ষায় অনুষ্ঠিত হয় ওই পেরেক অপসারণ কর্মসূচী। উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে পেরেক অপসারণ কর্মসূচীর আয়োজন করে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় গাছ সুরক্ষায় পেরেকঅপসারন কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ সহ সরকারি কর্মকর্তারা।

    একটি ব্যানার হাতে নিয়ে কিছুক্ষণ দাড়িয়ে থেকে ফটোসেশন করেই শেষ হয় কর্মসূচী। ফটোসেশনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি গাছের পেরেক তুলে চলে যান। এরপরই ফটোসেশনে অংশ নেওয়া সবাই একে একে চলে যান।

    বৃহস্পতিবার(২০ মার্চ ) দুপুর ১২টা নাগাদ স্থানীয় কয়েকজন সাংবাদিক উপজেলা পরিষদ চত্বরে গিয়ে প্রতিটি গাছে পেরেক দিয়ে টানানো সাইনবোর্ড দেখে ছবি তোলেন।

    উপজেলা পরিষদে কাজের জন্য আসা ইমরান হোসেন নামের এক ব্যাক্তি বলেন, লোকদেখানো কর্মসূচী করেই চলে যান ইউএনও। গাছের সুরক্ষায় মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে র‌্যালি নিয়ে শহরেও যাননি তিনি। অন্তত একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করলে মানুষের মাঝে সচেতনতা তৈরি হতো। ফটোসেশন করে কি লাভ হলো? উপজেলা চত্বরের প্রত্যেকটি গাছেইতো পেরেক থেকে গেল।

    অবশ্য পেরেক অপসারণ কর্মসূচীর বিষয়ে উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, খুব শিগগিরই উপজেলা পরিষদে থাকা গাছের পেরেকগুলো অপসারন করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…