এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে ক্ষতিকারক রং ব্যবহার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম
    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম

    রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে ক্ষতিকারক রং ব্যবহার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

    উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম

    রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় ক্ষতিকারক ফুড কালার ও কেমিক্যাল ব্যবহার করায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য জানান।

    তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি এবং সুমাইয়া বেকারি ও উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

    এসময় তেজগাঁও বিএসটিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মদিনা বেকারিকে ৫০ হাজার টাকা, নিউ রাজধানী বেকারিকে ৫০ হাজার টাকা এবং সুমাইয়া বেকারিকে ১ লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করেন।

    এসব কারখানায় ব্যবহার করা ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে এসব কারখানা বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…