এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ছুটি ও বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম

    ছুটি ও বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম

    গাজীপুরে ঈদের ছুটি ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা।

    শনিবার (২২ মার্চ) সকাল ৭টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

    পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের কর্তব্যরত এসআই আবদুল্লাহ আল মামুন।

    শ্রমিকদের অভিযোগ, আজ শনিবার সকালে এসে কারখানাটি বন্ধ থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়ে যাবে বলে বিক্ষোভ মিছিল শুরু করে। ছুটি ও বোনাসের দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনো সমাধান পাননি।

    গাজীপুর শিল্প পুলিশের এস আই ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার শ্রমিকেরা ছুটির টাকা ও বোনাসের দাবিতে আন্দোলন করেছে। আন্দোলনের প্রেক্ষিতে আজ ১৩/১ ধারার কর্তৃপক্ষ কারখানা বন্দের নোটিশ টানিয়ে দেয়। এতে শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে পরে মহাসড়কে এসে যান চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘনাস্থলে আসেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে চলে যায়।

    বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, আমাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ঈদ সামনে, কিন্তু এখনো আমাদের ছুটি ও বোনাসের কোনো নিশ্চয়তা নেই। অবিলম্বে কারখানা খুলে দিয়ে আমাদের পাওনা পরিশোধ করতে হবে।

    এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি তবে শিল্প পুলিশ জানায়, আমরা শ্রমিকদের দাবি নিয়ে কাজ করছি। দ্রুতই সমাধানের চেষ্টা চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…