এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ডিআইইউতে দ্বৈত রাজনীতির অভিযোগে মিঠুকে অব্যাহতি

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

    ডিআইইউতে দ্বৈত রাজনীতির অভিযোগে মিঠুকে অব্যাহতি

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ফেরদাউস আহমেদ মিঠু নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদলের পদ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির পেইজে তথ্য প্রকাশ করা হলে রাতেই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

    মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নেতার অব্যাহতির বিষয়টি জানানো হয়।

    জানা গেছে, ২০২৪ সালে বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের ডিআইইউ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন ফেরদাউস আহমেদ মিঠু। পাশাপাশি তিনি সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত। কিন্তু সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা করা হলে দেখা যায়, মিঠুকে ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। কমিটি প্রকাশের পরপরই ক্যাম্পাসজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

    বিতর্কিত কমিটি ঘোষণার পরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ৫ তারিখের আগে আর পরের কথা কেনো বলি জানেন?? কোনোদিন রাজপথে না নামা পোলাপানও ভাইয়ের কোঠায় ভার্সিটির পোস্ট পায়। ছাত্রলীগও পোস্ট পায়।

    এ বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান (চাঁদ) বলেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, অত্যাচার-নির্যাতন সহ্য করে রাজনীতি করে, তাদেরই কমিটিতে জায়গা দেওয়া হয়। ফেরদাউস আহমেদ মিঠু যে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তা আমাদের জানা ছিল না।

    এদিকে শুধু ডিআইইউ নয়, ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। অভিযোগের ভিত্তিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এরিশা শিবিব এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি রুদ্র রহমান পিয়ালকেও সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…