এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় এসিল্যান্ড প্রত্যাহার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম

    শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় এসিল্যান্ড প্রত্যাহার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম

    শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে।

    বুধবার (২৬ মার্চ) সকালে তার অফিসিয়াল ফেসবুক থেকে এ বিষয়ে স্ট্যাটাস দেওয়ার পর তা সরিয়ে নেওয়া হয়।

    পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ উল্লেখ করা হয়। স্ট্যাটাস দেওয়ার প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই স্ট্যাটাস মুছে ফেলা হয়। পরে আরেকটি স্ট্যাটাস দিয়ে প্রথম স্ট্যাটাসটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান।

    এদিকে, স্ট্যাটাস দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন।

    এ বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান বলেন, এটা অফিসিয়াল আইডি, এটার পাসওয়ার্ড কয়েকজনের কাছে ছিল। স্ট্যাটাসটা দেখামাত্র আমি এটি ডিলিট করে দিয়েছি। এটা পুরোপুরি অনাকাঙ্খিত। আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছে।

    এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি পোস্ট করেননি। এ আইডির পাসওয়ার্ড নাকি অনেকের কাছে আছে বলে তিনি দাবি করেছেন।

    এ বিষয়ে জেলা প্রশাসক মো. দিদারুল আলম বলেন, ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আগামীকালের মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…