এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টাঙ্গাইলের মির্জাপুরে 

    ইএফটি জটিলতায় ঈদের বেতন-বোনাস পাচ্ছেনা সহস্রাধিক শিক্ষক কর্মচারী

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম

    ইএফটি জটিলতায় ঈদের বেতন-বোনাস পাচ্ছেনা সহস্রাধিক শিক্ষক কর্মচারী

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইএফটি জটিলতায় চার মাস ধরে বেতন এবং ঈদের বোনাস পাচ্ছেন না বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত সহস্রাধিক শিক্ষক কর্মচারী। ঈদের আগে ২৭ মার্চ শেষ কর্মদিবস থাকলেও বেতন ভাতা পাওয়ার কোন নিশ্চয়তা নেই। ফলে এসব শিক্ষক কর্মচারীর হতাশায় ঈদ পার করতে হবে।


    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি কলেজ এবং ১৪টি দাখিল মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৩৭০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত। এসব শিক্ষক কর্মচারী ম্যানেজিং কমিটির বেতন ভাতা পেতে সহজীকরণের লক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এসব শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা সরাসরি ব্যাংকে ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য গত বছরের জুলাই মাস থেকে কার্যক্রম শুরু করেন। নানা জটিলতার কারণে এসব শিক্ষক-কর্মচারীদের বেতন আটকে যায়। ফলে বিপাকে পরেন শিক্ষক-কর্মচারীরা। প্রথম ধাপে কিছু শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেলেও পরবর্তীতে আবার তা আটকে যায়। কবে নাগাদ ইএফটি চালু হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে। ইএফটি জটিলতায় জানুয়ারী থেকে মার্চ এবং ঈদের বোনাস এখনো বন্ধ রয়েছে। ২৭ মার্চের শেষ কর্মদিবসে বেতন বোনাস না হলে এই বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীদর হতাশা নিয়ে ঈদ পার করতে হবে।

    ভুক্তভোগী শিক্ষকদের মধ্যে আব্দুল কাদের খান, শিরিন আক্তার, ফরিদ হোসেন, কামরুল ইসলামসহ অনেকেই অভিযোগ করেন, স্কুল-কলেজ থেকে সঠিক ভাবে তথ্য দেওয়ার পরও ইএফটি জটিলতা হওয়ার কারণ আমাদের বোধগম্য নয়।

    টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলার রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সঠিক তথ্য দেওয়া হলেও ইএফটি জটিলতার কারণে উপজেলায় ১ হাজার ৩৭০ জন শিক্ষক-কর্মচারী বেতন বোনাস না পেয়ে বিপাকে পড়েছেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, প্রথম ধাপে বেশ কিছু শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। ইএফটি জটিলতার কারণে মন্ত্রণালয় সব শিক্ষক কর্মচারীর বেতন বোনাস দিতে পারছেন না। জটিলতা নিরসনের জন্য মন্ত্রণালয় কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এই সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…