এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈদে অর্ধশতাধিক কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা পাচ্ছে না বেতন-ভাতা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম

    ঈদে অর্ধশতাধিক কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা পাচ্ছে না বেতন-ভাতা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে ৯ মাস ধরে বেতন পাচ্ছে না কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন তারা। ঈদেও তাদের বেতন ভাতা না হওয়ায় তাদের চোখে মুখে পড়েছে চিন্তার ভাজ।

    জানা যায়, ২০১১ সালে একটি প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রত্যেক কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেয়া হয়। ২০১৬ সালের ১৪ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলে তিন দফা প্রকল্পের মেয়াাদ বৃদ্ধি করে সরকার। কিন্ত এই সুদীর্ঘ সময়েও কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন ভাতা বৃদ্ধিসহ সুযোগ সুবিধা বাড়ানো হয়নি। মির্জাপুর উপজেলায় ৫৪ কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত রয়েছেন।

    এদিকে গত বছরের জুলাই মাস থেকে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা বকেয়া পড়েছে। অন্যদিকে সারাদেশে কর্মরত সিএইচসিপিরা তাদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ঢাকায় আন্দোলনও করেছেন। আন্দোলনের ফলে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাসও পেয়েছেন তারা। আশ্বাসের পর এখন তাদের বকেয়া বেতন প্রকল্প থেকে না রাজস্ব থেকে আসবে তাও জানেন না সিএইচসিপিরা। এ কারণে প্রায় ৯ মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে।

    উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি সুমন সিকদার বলেন, গত ৯ মাস ধরে আমাদের বেতন ভাতা বন্ধ। বেতন ভাতা না পাওয়ায় আমরা নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি। ঈদে কেনাকাটার কথাতো চিন্তাই করতে পারছেন না।

    এব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, শেষ কার্যদিবসে বেতন বোনাস পাওয়ার কথা রয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনও দ্রুতই তারা পেয়ে যাবেন বলে তিনি জানান।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…