এইমাত্র
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চকরিয়া পৌর শহরের রাস্তায় ময়লার স্তূপ!

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম

    চকরিয়া পৌর শহরের রাস্তায় ময়লার স্তূপ!

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম

    কক্সবাজারের চকরিয়া পৌর শহরের রাস্তার ওপর ময়লা ফেলে স্তূপ করে রাখা হলেও নিয়মিত পরিস্কার না করায় বিপাকে পড়েছেন রাস্তায় চলাচলকারী এবং স্থানীয়রা। অন্যদিকে ফেলে রাখা ময়লার দুর্গন্ধে আশেপাশের পরিবেশ দুষিত হচ্ছে। চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসনের পক্ষে রাত ১১টার পর নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বলা হলেও তা মানা হচ্ছে না।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ওপর যে ময়লা গুলো ফেলা হচ্ছে তা পৌরসভা প্রশাসন পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছে না। স্থানীয়দের অভিযোগ ৫/৬ দিন পরপর ময়লা নেওয়ার ব্যবস্থা করে পৌর কতৃপক্ষ। ফলে ময়লা গুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এতে মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে। কারণ প্রতিনিয়ত মানুষ চলাচল করে। এছাড়া এ রাস্তাগুলো চকরিয়া পৌর শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত।

    পথচারীরা বলেন, ব্যস্ততম শহরের রাস্তার পাশে যে ময়লাগুলো ফেলা হয় সে গুলো ৫/৬ দিন পড়ে থাকে। সে ময়লা গুলো পচে দুর্গন্ধ ছড়ায় ফলে মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়। পৌরসভা প্রশাসন এ ব্যাপারে কালক্ষেপণ না করে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া দরকার।

    চকরিয়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ লোকমান বলেন, চকরিয়া পৌর শহরের রাস্তার পাশে যে ময়লার স্তুপ রয়েছে সে ময়লা গুলো দ্রুত সময়ে পরিষ্কার করা হবে। এছাড়া ময়লা নিয়ে যাওয়ার গাড়ি নষ্ট হওয়াতে ময়লা পরিষ্কার করতে বিলম্ব হচ্ছে। স্থায়ীভাবে ময়লার সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলাপ আলোচনা হচ্ছে।

    চকরিয়া পৌরসভার পরিদর্শক আবুল কালাম বলেন, ময়লা গুলো দ্রুত সময়ে পরিষ্কার করা হবে। আগামীকালের মধ্যে ময়লাগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করা হচ্ছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…