এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৫:৩৩ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৫:৩৩ এএম

    চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৫:৩৩ এএম

    চট্টগ্রাম নগরের বাকলিয়ার এক্সেস রোড এলাকায় মানিক ও আব্দুল্লাহ নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

    শনিবার (২৯ মার্চ) আনুমানিক রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে।

    খবর পেয়ে চমেক হাসপাতালে ছুটে আসেন নিহত মানিকের স্বজনরা। হাসপাতালে তারা কান্নায় ভেঙে পড়েন।

    নিহত মানিকের স্বজনরা জানিয়েছেন, মানিক পেশায় একজন প্রাইভেটকার চালক। সরোয়ার নামে এক ব্যক্তির প্রাইভেট কার চালাতেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। নিহত আবদুল্লাহর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, এক্সেস রোডে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চার জনকে হাসপাতালে আনা হয়। দুই জনকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে নগরীর এক্সেস রোডের গুলজার বেগম মোড়ে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি প্রাইভেটকারকে তাড়া করে। চলন্ত প্রাইভেটকারকে লক্ষ্য করে একপর্যায়ে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেটকারে থাকা চার জনই গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

    উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, 'গুলিবিদ্ধ দুই জনের লাশ চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুই জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত এবং আহতরা সবাই প্রাইভেট কারে ছিল। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।'

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…