এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১০:০০ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১০:০০ পিএম

    সালিসে জমি ফিরে পেয়ে জীবন হারালেন আবুল হোসেন

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১০:০০ পিএম

    কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। নিহত আবুল হোসেন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার বাসিন্দা।

    মঙ্গলবার (৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, দীর্ঘ ১৬ বছর ধরে প্রতিবেশী মোহাম্মদ হোসেনের সঙ্গে প্রায় ৩০ একর জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় সালিসের মাধ্যমে তিন একর জমি ফেরত পান আবুল হোসেন, যা নিয়ে প্রতিপক্ষ ক্ষিপ্ত ছিল।

    তিনি অভিযোগ করে বলেন, “প্রথমে আমার বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। তাতে ব্যর্থ হয়ে রাতে বাড়ির সামনেই গুলি করে গুলিবৃদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

    বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক ডা. রাকিবুল হোছাইন জানান, হাসপাতালে আনার আগেই আবুল হোসেন মারা যান। গুলিতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল। অভিযুক্ত মোহাম্মদ হোসেনের মোবাইল ফোনও বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আবুল হোসেন নিহত হয়েছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…