এইমাত্র
  • মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার
  • এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
  • জীবন-মরণের সন্ধিক্ষণে হাদি: চিকিৎসক
  • এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির
  • মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
  • বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
  • বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
  • যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
  • ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • আজ বুধবার, ২ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আটকে তালবাহানা, গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিল জনতা

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

    আটকে তালবাহানা, গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিল জনতা

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় মো. ইউছুফ নামে এক আওয়ামী ডেভিলকে গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

    শনিবার (১২ এপ্রিল) রাত ৯টায় উপজেলার কেরানীহাটের এলাইট হাসপাতালের সামনে ওই ডেভিলকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    তবে ওই আওয়ামী ডেভিলকে আটক করা নিয়ে তালবাহানা করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

    জানা যায়, ইউছুফ নামে ওই ব্যক্তি কেরানীহটের পূর্বপাশে বাসা ভাড়া থেকে রঙের কাজ করতেন। আওয়ামী শাসনামলে কেরানীহাটের আশেপাশের বাসিন্দাদের উপর নিপীড়ন-নির্যাতন ও পুলিশ দিয়ে হয়রানি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেরানীহাটে তার আনাগোনা কমে যায়। শনিবার রাতে কেরানীহাটে তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ আসার পর তাকে থানায় নিয়ে যেতে কালক্ষেপণ করলে উত্তেজিত জনতা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে ওই আওয়ামী ডেভিলকে গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দেন বিক্ষুব্ধ জনতা।

    মো. জমির নামে স্থানীয় একজন বলেন, ইউসুফ নামের ওই ব্যক্তি আমাকে গত সরকারের আমলে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আজ কেরানীহাটে দেখতে পেয়ে আমরা তাকে আটক করে পুলিশে দিতে চাইলে পুলিশ তাকে নিয়ে যেতে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দেয়।

    ঘটনাস্থলে উপস্থিত থাকা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. রায়হানের কাছে আটক নিয়ে তালবাহানা বিষয়ে বিক্ষুব্ধ জনতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ইউছুফ নামে একজনকে স্থানীয়রা আটক করে খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…