এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাংচুর

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম

    চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাংচুর

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম

    চট্টগ্রাম নগরের ডিসি হিলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

    রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানস্থলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ‘ফ্যাসিবাদের দোসররা’ অনুষ্ঠানের আয়োজক দাবি করে আটকরা সেখানে হামলা চালিয়েছে।

    সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে।

    তিনি বলেন, ‘আমরা জেনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিলো। মঞ্চ তছনছ করে ফেলেছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি। কারণ রিস্ক নেওয়া যাবে না। আগামীকাল যে এমনটা ঘটবে না তার গ্যারান্টি কি?’

    নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, আটকরা দাবি করেছে, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে জানতে চাইলে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল আলম বলেন, ‘আমরা এ ঘটনায় ৬ জনকে আটক করেছি। তাদেরকে থানায় আনা হয়েছে। তবে হামলার বিষয়ে জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…