এইমাত্র
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

    মধ্যরাত থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

    মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে এ বছর নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। উপকূলীয় জেলেদের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর এ বছর ভারতের সাথে মিলিয়ে ৫৮ দিনে অবরোধ দিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। এই অবরোধ শুরু হতে যাচ্ছে ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ১১ জুন পর্যন্ত। এই ৫৮ দিন কর্মহীন হয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চল বরগুনা পাথরঘাটার হাজারো জেলে। কর্মহীন হয়ে যাওয়ার চিন্তায় জেলে পল্লী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে।


    দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখে গেছে, শেষ মুহূর্তে জেলেরা ট্রলার নিয়ে নোঙর করছে মৎস অবতরণ কেন্দ্রে সেখানে মাছ বিক্রি তে ব্যস্ত হয়ে রয়েছে তারা। আশা অনুরূপ ইলিশ না পাওয়ায় মুখে হাসি নেই তাদের । উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে জেলে পল্লীতে জেলেসহ জেলে পরিবার গুলোতে কর্মহীন হয়ে যাওয়ার চিন্তা বিরাজ করছে। অভাব অনটনে কাটবে এই ৫৮ দিন, সেই চিন্তায় আঁধারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তাদের সকল উৎসাহ উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।


    বরগুনার পাথরঘাটা উপজেলায় জেলের সংখ্যা প্রায় ৩০ হাজার। এদের মধ্যে সমুদ্রগামী জেলেরা ৫৮ দিনের জন্য কর্মহীন হয়ে পড়বে। পাথরঘাটায় সরকারি নিবন্ধিত ১৬ হাজার ৮২০ জন জেলে রয়েছে এদের মধ্যে সমুদ্রগামী জেলে ১১ হাজার ৪১১ জন জেলে। অবরোধের ৫৮ দিনের জন্য ১১ হাজার ৪১১ জন জেলে বিগত দিনে সরকারি সহায়তা পেয়েছে ৮৬ কেজি চাল । প্রতিবছরের চেয়ে এ বছর ৭ দিন অবরোধ কম হওয়ার কারণে অনিশ্চিত কত কেজি চাল সহায়তা পাবে তারা।


    জেলেরা বলেন, বিগত বছরে ৬৫ দিনে অবরোধের জন্য আমরা সরকারি সহায়তা পেয়েছি ৮৬ কেজি চাল। এই ৮৬ কেজি চাল দিয়ে সংসার চলে না। এই ৮৬ কেজি চাল আমরা সঠিকভাবে পাইনা বিভিন্ন মাধ্যমে বিলি হয়ে যাই এই চাল। অভাব-অনটনে কাটে আমাদের জীবন বর্তমান বাজারে চাল দিয়ে তো আর সংসার চলে না আর্থিক সহায়তার দরকার। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমাদের সহায়তার বৃদ্ধির জোর দাবি।


    পাথরঘাটা মৎস কর্মকর্ত হাসিবুল হক বলেন, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা জারি করে সরকার । এই ৫৮ দিনে জেলেরা কত কেজি চাল সহায়তা পাবে তা আমাদের এখন পর্যন্ত কোন বরাদ্দ আসেনি বরাদ্দ এলে বলা যাবে।এ ছাড়া সরকারিভাবে অন্য কোন সহায়তা বৃদ্ধি করলে তা আমরা জেলেদের কাছে পৌঁছে দেব । অবরোধ সফল করার জন্য আমরা সকল কার্যক্রম হাতে নিয়েছি । কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…