এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৭ এএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৭ এএম

    পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৭ এএম

    বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে রাজণীতিদি, জেলে, শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলার সাধারন জনগন।

    বুধবার(১৬ এপ্রিল) পাথরঘাটা আবুসাইদ চত্তরে (গোল চত্তর) এ কর্মসূচি পালিত হয়। এ সময় তাঁরা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভিন্ন রাজনৈতিক নেতা জেলে, শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক সংস্থার কর্মীরা।

    বক্তারা বলেন, বর্তমান ইউএনও মো. রোকনুজ্জামান খান পাথরঘাটা উপজেলায় আসার পর থেকে উপজেলা পরিষদের অন্তর্গত নানামুখী কাজ স্বচ্ছভাবে হয়েছে। দুর্নীতি এবং চাদাবাজী বন্দ করতে সক্ষম হয়েছে এবং তার অফিসরুমে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে। তারা বলেন, আমরা জানি তিনি চিরকাল এই উপজেলায় থাকবেন না। তার পরেও যে সকল প্রকল্প তিনি হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য আরো কিছু দিন এ উপজেলায় তার থাকা উচিৎ বলে তারা মনে করেন। তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।

    উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খানকে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়।

    এরপর থেকেই ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পাথরঘাটা উপজেলার বাসিন্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতমধ্যে তারা সামাজিক যোগাযোগরে মাধ্যম ফেসবুকে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঝড় তুলেছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…