এইমাত্র
  • স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার
  • জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
  • ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি
  • হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন মাসুদের ব্যাংক হিসাব জব্দ
  • হাদির ওপর হামলার প্রতিবাদে মোংলায় এনসিপির বিক্ষোভ
  • হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি
  • তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকরে অভিযান
  • হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ
  • হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:০০ এএম
    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:০০ এএম

    চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:০০ এএম

    চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গায় তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে রুহুল আমিন কবির নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা দক্ষিণপাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রুহুল আমিন কবির (৪২) পোলাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে সংসারে বনিবনা না হওয়ায় স্ত্রীর সঙ্গে তালাকের পর দোতালা বাড়িতে একাই থাকতেন রুহুল আমীন কবির। গত দুদিন থেকে তার কোনো সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।

    বুধবার দুপুরে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ভেন্টিলেটর দিয়ে বাড়ির ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেয়া হয়৷

    নিহত রুহুল আমিন কবিরের চাচাতো ভাই মাইনুল ইসলাম বলেন, ‘পুরো বাড়িতে একা থাকতেন কবির। তবে আশপাশের বাড়িগুলো তার ভাই ও আত্মীয়-স্বজনদের। গত দুদিন ধরে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না এবং ফোনেও পাওয়া যায়নি। আজকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ভেন্টিলেটর দিয়ে বাড়ির মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়।’

    নিহত কবিরের ভাগনের বউ মাহফুজা খাতুন বলেন, ‘সংসারে আর কেউ না থাকায় তিনি (কবির) নিজে নিজেই রান্না করে খাবার খেতেন। একাই বসবাস করতেন পুরো বাড়িতে। তার সঙ্গে স্বজনদের যোগাযোগও কম ছিল। দুদিন আগে সন্ধ্যায় তাকে সর্বশেষ দেখা গেছিল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।তবে বাড়ির মূল ফটকে তালা দেয়া থাকলেও আরেকটি দরজা ভেতর থেকে লাগানো ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা মূল ফটকের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।

    এ বিষয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, তদন্ত সাপেক্ষে নেয়া হচ্ছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা। প্রাথমিকভাবে মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পুলিশ কাজ করছে।

    এ ঘটনায় রাজশাহীর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে বলে জানান পুলিশ সুপার।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…